বিস্তারিত
এত দ্বারা 9নং ধুলাসার ইউনিয়নের সকল জনগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022-2023 অর্থ বছরের (ভিডব্লিউবি) ভিজিডি এর অনলাইন আবদেন শুরু হয়েছে। আগামী 20/11/2022 তারিখ পর্জন্ত আদেন চলবে। তাই আপনারা যারা ভিজিডির আবেদন করবেন তাদের ভোটার আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ এর তথ্য সেবা কেন্দ্রে চলে আসবেন অথবা এস্থানীয় যে কোন কম্পিউটারের দোকান থেকেও আবেদন করতে পারবেন। অথবা 333 নম্বরে কল করেও আবেদন করতে পারবেন।